শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

৫০ কোটি ডোজ ফাইজারের টিকা সহায়তার ঘোষণা বাইডেনের

বিশ্বের বিভিন্ন দেশকে এই মহামারী কাটিয়ে উঠতে সহায়তার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

ইংল্যান্ডের কর্নওয়াল শহরে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান এই সাতটি উন্নত দেশের নেতাদের সঙ্গে বৈঠকের ঠিক আগে প্রেসিডেন্ট বাইডেন এ ঘোষণা দেন। এটিই এখন পর্যন্ত একক কোন দেশের ভ্যাকসিন সহায়তা প্রদানের সবচেয়ে বড় ঘোষণা।

হোয়াইট হাউস বলছে, ‘আজকের এই অনুদানের ঘোষণার একমাত্র লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো এবং করোনা মহামারীর সমাপ্তি টানা। এই ঘোষণা আগামী দিনে এরকম আরও কর্মকাণ্ড হাতে নিতে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করবে।

মার্কিন ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োএনটেক নিশ্চিত করেছে যে, ২০২১ সালে ২০ কোটি ডোজ এবং ২০২২ সালের প্রথমার্ধে ৩০ কোটি ডোজ করোনার টিকা সরবরাহ করবে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এসকল টিকা বিশ্বের নিম্ন আয়ের ৯২ টি দেশ এবং আফ্রিকান ইউনিয়নে বিতরণ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com