শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ফাইনাল খেলবেন ফরাসি ওপেনের দুই ফাইনালিস্ট

শূন্যে যেন অনন্তকালের জন্য ঝুলে আছে বল, ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচটা বারবোরা ক্রেজচিকোভা কোন শটের মাধ্যমে হারবেন তা ঠিক করার জন্যই যেন সময়ও আটকে ছিল আকাশে! পরাজয়ের এক পয়েন্ট দূরে থাকতে সাহসী সিদ্ধান্তই নিলেন ক্রেজচিকোভা। বৃহষ্পতিবার (১০ জুন) ২৯টি ব্যাকহ্যান্ড আনফোর্সড এরর করার বিকেলে সেই ব্যাকহ্যান্ডেই বাতাসে ছুঁড়লেন এক ভলি। বেঁচে গেল ম্যাচ পয়েন্ট।

এই দৃশ্যের ৪৫ মিনিট পর, ৩ ঘণ্টা ১৭ মিনিটের স্নায়ুক্ষয়ী ম্যাচে ৭-৫, ৪-৬, ৯-৭ সেটে অবাছাই ক্রেজচিকোভা হারান ১৭ তম বাছাই মারিয়া সাকারিকে। পৌছে যান ফরাসি ওপেনের ফাইনালে। কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে প্রথমবারের মতো খেলবেন তিনি।

অপর সেমিফাইনালে নারী এককের ফাইনালে উঠেছেন ৩১ তম বাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। নার্ভ ধরে রেখে তামারা জিদানসেককে সরাসরি সেটে ৭-৫,৬-৩ গেমে হারিয়েছেন আনাস্তাসিয়া। এর মাধ্যমে একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি। ২৯ বছর বয়সী পাভলিউচেনকোভাই এখন প্রথম নারী, যাকে কোনো স্ল্যামের ফাইনালে পৌছানোর আগে ৫০টির বেশি স্ল্যামে খেলতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com