বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

পাকিস্তানে ফ্রি বার্গার না দেয়ায় পুলিশের লঙ্কাকাণ্ড

একটি বার্গার চেইন শপে বিনামূল্যে বার্গার দিতে রাজি না হওয়ায় ১৯ জন কর্মীকে সাত ঘণ্টা আটকে রেখেছিল একদল পুলিশ। পাকিস্তানের লাহোর শহরের জনি অ্যান্ড জোগনুতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। পরবর্তীতে অভিযুক্ত ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় দেশটির পুলিশ বাহিনী।

এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়, জনপ্রিয় ওই চেইন শপে স্থানীয় সময় শনিবার (১২ জুন) রাতে একদল পুলিশ সেখানকার কর্মীদের কাছে ফ্রিতে বার্গান চান। কিন্তু কর্মীরা তাতে রাজি না হওয়ায় প্রায় সাত ঘণ্টা তাদের আটকে রাখা হয়। এ সময় দোকানটিতে অনেক গ্রাহকই খাবারের আশায় বসে ছিলেন।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফাস্ট ফুড চেইনশপটি জানিয়েছে, আমাদের রেস্টুরেন্টে কর্মীদের সঙ্গে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। তবে আমরা নিশ্চিত করতে চাই যে এই ধরনের ঘটনা এবারই শেষ।

এদিকে, এ ঘটনার প্রতিক্রিয়ায় প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমান গনি টুইটারে জানায়, কেউ আইন হাতে তুলে নেয়ার সুযোগ পাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com