সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
কয়েকদিন বাদেই ঈদ। উৎসবকে ঘিরে নির্মাতা-শিল্পীদের ব্যস্ততা এখন তুমুলে। বিশেষ এই উৎসব সামনে রেখে নতুন একটি নাটকের জন্য জুটি বাঁধলেন শাশ্বত দত্ত ও তানিয়া বৃষ্টি।
নাটকের নাম ‘ভালো থেকো বউ’। সদ্যই রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এর দৃশ্যায়ন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত।
নির্মাতা জানান, নাটকটি দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। ঘটনা নিয়ে এখনই কিছু বলতে চাই না। দেখার পর সবাই বুঝতে পারবেন। শাশ্বত এবং তানিয়া দুজনেই তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটি করেছেন। কাজটি সবার কাছে ভালো লাগবে।
কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ নাটকটি ঈদের আগেই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।