শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

কুশিয়ারায় জেলের জালে ৯৮ কেজির বাঘ মাছ

মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর শেরপুরে শনিবার দিবাগত রাতে জেলের হাতে ধরা পড়া এই বাঘ মাছটির ওজন প্রায় ৯৮ কেজি। রোববার (২৫ জুন) সকালে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে আনেন জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের নোয়াটিলা গ্রামের রুবেল মিয়া। তিনি মাছটি কিনে নদী পাড়ের শতবছর বয়সী কালারবাজারে নিয়ে আসেন।

ক্রেতাদের অনুরোধে আগাম ঈদুল আযহাকে কেন্দ্র করে তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করা শুরু করছেন। এতো বড় বাঘ মাছের খবরটি নেট দুনিয়ায় মুহুর্তে ভাইরাল হয়ে যায়। তাই কাছের উৎসুক জনতা মাছের ছবি তোলাসহ ভিডিও আপলোড করতে দেখা যায়।

মৎস বিক্রেতা রুবেল মিয়া জানান, কুশিয়ারা নদী পাড়ের শেরপুর থেকে ৫০ হাজার টাকায় মাছ কিনে এনেছি। কালারবাজারে কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করছি। কালারবাজারের ব্যবসায়ী আব্দুল মুমীন সবুজ ও শেফুল বিশ্বাস বলেন, মাছটি কিছুটা নরম হওয়ায় তিনি এতো কম দামে কিনতে পেড়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com