শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

আড়াইহাজারে বসেছে ২১ পশু হাট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ২১ হাট দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রকম কোরবানীর পশু। রাস্তা ঘাট ক্রেতা বিক্রেতাদের পদচারনা আর কোরবানীর পশুুর দখলে। কোরবানী এলে এ যেন এক চির চেনা রূপ। বিক্রেতাগণ যেমন ঈদের আগে তাদের সব গুলো পশু বিক্রি করে পয়সা ঘরে তুলতে চান, তেমনি ক্রেতাগণ ও ঈদের আগে তাদের প্রয়োজনীয় এবং পছন্দসই পশু গুলো কিনে কোরবানী সম্পন্ন করতে চান।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ বছর মোট ২১ টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন। হাট গুলো হচ্ছে যথাক্রমে, ষোলগ্রাম সমম্বিত বগাদী কান্দাপাড়া গোরস্থান সংলগ্ন মাঠ, বিশনন্দী বাজার মাঠ, দুপ্তারা কমিউনিটি সেন্টার সংলগ্ন বালুরমাঠ, আতাদী মনিরুজ্জামান মোল্লা ও মজিবুর রহমান ভূঁইয়া বালুর মাঠ, শান্তিরবাজার সংলগ্ন জামান হাজীর বালুর মাঠ, বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ, রাধানাগর বাজার সংলগ্ন বালুর মাঠ, বালিয়াপাড়া তহশীল অফিস সংলগ্ন বালুর মাঠ, চার গ্রাম সমম্বিত নারান্দী মাদরাসা সংলগ্ন পতিত জমি, ইদবারদী সাহেব প্লাজা সংলগ্ন নসির সাহেবের বালুর মাঠ, সুলতানসাদী হাজী আতাউর রহমান মোল্লার ভিটিবাড়ীর মাঠ, খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমির আলীর বালুর মাঠ, পূর্বকান্দী সাহেব প্রধান বাজার বালুর মাঠ, খাগকান্দা ইউনিয়ন মরহুম হাজী সফিউদ্দীন বালুর মাঠ, আড়াইহাজার থানার দক্ষিণ পাশে পতিত জমি, রামচন্দ্রদী বাস ষ্ট্যান্ডের উত্তর পাশের বালুর মাঠ, আলহাজ নজরুল ইসলাম বাবু কলেজ বালুর মাঠ এবং মোল্লারচর মাদরাসা সংলগ্ন বালুর মাঠ।

প্রতিটি হাটে কমিটির লোকজন নিজস্ব ভালমটিায়ার দ্বারা অনুকুল পরিবেশ নিশ্চিৎ করণে কাজ করছে। সেই সঙ্গে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও আইন শৃংখলা পরিস্থিতি নজরদারী করছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com