শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত : এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ঠ অভিযোগ প্রমানিত।সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া উনার বাড়িতে আছেন, জামিন নিতে হলে লিভ পিটিশনের শুনানী করলে হয়তো কনসিডার করা যেতে পারে, তবে তার আইনজীবীরা সেটা শুনানী করছেন না, তারা জানেন সেটা খারিজ হবে।

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, আগে জজকোর্টে ৬ লাখ টাকার উপরে মামলা নেয়া যেতনা, এখন সেটাকে বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়েছে।

রোববার (২৫ জুন) রাত ১০টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দে, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বড়লেখা পৌর সভার মেয়র আবু ইমাম চৌধুরী কামরান, সিলেট জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো: নিজাম উদ্দিন সহ অন্যন্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: ছাব্বির হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সাবেক পৌর কাউন্সিলর এডভোকেট আশু রঞ্জন দাস, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথি পাল। পূরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে। পরে এটর্নি জেনারেল সকলের সাথে পৌর মেয়রের দেয়া নৈশভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com