সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেল পৌণে ৬ টার দিকে ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়েত (১৮), আরেকজন দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের ছেলের রাজন (১৮)।
তাদের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তারা হলেন, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিকের ছেলে মো. রিয়াজ (১৯), পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে শোয়েব ইসলাম (১৮) ও তুষার (৩০)। তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহত এবং নিহতরা দুটি মোটরসাইকেল নিয়ে মজুচৌধুরীর হাট সড়কে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেল দ্রুত গতির হওয়ায় ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সাফায়েতের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের ৫ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পথেই মারা যায় রাজন। বাকী তিনজনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকায় পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত পেয়েছি। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।