শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত সাইফুল ইসলাম (২৮) রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নম্বর ক্লাস্টারের ইমান হোসেনের ছেলে।

রবিবার (০২ জুলাই) সন্ধ্যায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। একই দিন ভোররাতে ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা হত্যা মামলার আসামি সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নম্বর ক্লাস্টারের ১৬ নম্বর কক্ষের বারান্দার সিঁড়ির কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২০ শয্যা ভাসানচর হাসপাতালে ভর্তি করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ মারধর করে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ণ ছিল। এ হত্যার ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com