শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

রংপুরে দুই বছরের চুক্তিতে সাকিব

সাকিব আল হাসান, ক্রিকেট বিশ্ব এক জনপ্রিয় তারকার নাম। তিনি যে শুধু বাংলাদেশে জনপ্রিয় তা কিন্তু নয়। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত লিগে নিজের অবস্থান মজবুত করেছেন ইতোমধ্যে। ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ, পাকিস্তানের পিএসএলসহ অনেক লীগে তিনি নিয়মিত খেলেন। সারাবছর ব্যস্ত থাকেন খেলা নিয়ে। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের জন্য রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন। ফলে বহুজাতিক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক। এর আগে ফরচুন বরিশালের হয়ে গত দুই আসরে প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব।

এর আগে রংপুর রাইডার্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কথা বলেন সাকিব। এবং ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনের অনুমতি চান তিনি। অনুমতি পাওয়ার পর সাকিব ও রংপুরের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com