শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

ফিরতি মানুষের চাপ সদরঘাটে, ভিড় কম বাস-ট্রেনে

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর ঢাকায় ফিরছে নগরবাসী। রাজধানীর বাস টর্মিনালগুলোতে যাত্রীদের ভিড় কম থাকলেও, সদরঘাটে বেড়েছে লঞ্চ যাত্রীদের ভিড়।

মঙ্গলবার সকালে সদরঘাটে গিয়ে দেখা যায় লঞ্চগুলোতে গত দুই দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছে। যা আগামী কিছুদিন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে রাজধানীর বাসটার্মিনালে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি। কমলাপুর স্টেশনেও রয়েছে যাত্রীচাপ।

বরিশাল থেকে ঢাকায় এসেছে আয়েশা। তিনি বলেন, রাস্তায় অনেকসময় জ্যামে পড়তে হয়। সেজন্য আরাম করে লঞ্চে ঢাকায় ফিরলাম।

এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাসটার্মিনাল ও কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশনে ছিল ঢাকায় ফেরা নগরবাসীর আনাগোনা।

ময়মনসিংহ থেকে বাসে ঢাকায় ফিরেছেন নির্মাণ শ্রমিক আশিক। তিনি বলেন, পথে ভিড় থাকলেও ভোগান্তি নেই। তবে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বেশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com