সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

সিনেমা দেখার কোনো হল নেই কালীগঞ্জে

আর কোন সিনেমা হল থাকলো না কালীগঞ্জ উপজেলায়। বিভিন্ন সংকটে একে একে বন্ধ হয়ে গেছে সব সিনেমা হল।

কাকিনা ঝুমকা সিনেমা হল, তুষভান্ডার তুষার সিনেমা হল, স্বপ্ন বিলাশ সিনেমা হল চাপারহাট, উত্তর বঙ্গ সিনেমা হল চাপারহাট, সমরাট সিনেমা হল চামটা, এবং শিমান্ত সিনেমা হল চাকলারহাট। এই ছয়টি সিনেমা হল ছিলো এখানে।

২০১০ সালে বন্ধ হয়ে যায় ‘তুষার’ সিনেমা হল। ‘উত্তরবঙ্গ ’ সিনেমা হল বন্ধ হয় ২০৯ সালে। এরপর, কালীগঞ্জ উপজেলায় ছিলো একটি মাত্র সিনেমা হল ‘ উত্তরবঙ্গ ’। সেটিও গত ২০১৮ সালের ডিসেম্বর বন্ধ হয়ে গেছে।

‘উত্তরবঙ্গ’ হলে ছবির বুকিংয়ের দায়িত্বে ছিলেন বুকিং এজেন্ট আবু তাদের, বলেন, “ব্যবসা মন্দা ও হলের মালিক দুজন। কত আর লস করি , তার উপর আবার কোন্দল, তার কারণে বন্ধ হয়ে গেলো হলটি।”

এখন আমাদের কালীগঞ্জে আর কোনো সিনেমা হল থাকলো না।

সর্বশেষ, উত্তরবঙ্গ হলে প্রদর্শন করা হয়েছিলো আমদানি করা চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com