রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
রাজধানী ও আশপাশের এলাকায় মৃদৃ ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
আরো জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে, টাঙ্গাইলে।