রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে আবার ক্ষমতায় আসবে আ.লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কানাডার টরন্টোতে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বেশিরভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের এসব অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে ষড়যন্ত্র করেও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামামের সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, সাধারণ সম্পাদক লিটন মাসুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com