রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিল্ট ইন কিছু অ্যাপ দেয়া থাকে। সাধারণ কাজ সম্পাদনে এগুলো গুরুত্বপূর্ণ। এর মধ্যে ডায়ালার বা ফোন অ্যাপ, মেসেজিং অ্যাপ, কনটাক্টস অন্যতম। অনেকের কাছে বিল্ট ইন মেসেজিং অ্যাপ খুব একটা ভালো লাগে না। চাইলে এখন অন্য মেসেজিং অ্যাপও ব্যবহার করা যায়। মেক ইউজ অব সূত্রে হাজারো অ্যাপের মধ্য থেকে সেরা কিছুর সন্ধান পাওয়া গেছে।
গুগল মেসেজেস: এটি সাধারণত কোনো বিকল্প মেসেজিং অ্যাপ নয়। কেননা বর্তমানে নতুন সব ডিভাইসেই এটি ইনস্টল করা থাকে। অন্যান্য কোম্পানিও বর্তমানে গুগলের ফোন ও মেসেজ অ্যাপ ব্যবহার করে থাকে। স্যামসাংয়ের মতো কোম্পানি এর ডিভাইসে নিজস্ব ডিজাইনের মেসেজিং অ্যাপ দিয়ে থাকে। সেটি যদি পছন্দ না হয় তাহলে গুগলের মেসেজিং অ্যাপ ব্যবহার করা যায়। সাধারণ ও সহজ ব্যবহারের জন্য এটি ভালো।