রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন

ইউক্রেনের লাভিভে ড্রোন হামলা ও বিস্ফোরণের শব্দ

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়েছে এবং সেখানে অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে নগরীর মেয়র বলেছেন, হামলায় এক গুদামে আগুন ধরে যায়। খবর এএফপি’র।
মঙ্গলবার ভোরে লাভিভ নগরীর আকাশে অনেক ড্রোন উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে এবং এএফপি’র এক সাংবাদিক রাত্রিকালীন কারফিউ চলাকালে রাস্তায় বারবার বিস্ফোরণের এবং ভারী যানবাহন চলাচলের শব্দ শুনতে পান।
নগরীর মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘আমাদের অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ওই বার্তায় লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
পরে তিনি আরো লিখেছেন, নগরীর বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। লাভিভে হামলার কারণে শিল্প প্রতিষ্ঠানের এক গুদামে আগুন ধরে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সকল পরিষেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম বার্তায় লিখেছে, লাভিভ অঞ্চলে শাহেদের (ড্রোন হামলা) হুমকি রয়েছে। ফলে এ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com