বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

যে দামে ইলোন মাস্ক ‘এক্স’ কিনেছিলেন, এখন তার অর্ধেকেরও কম

বর্তমানে এক্সের প্রতিটি শেয়ারের দাম ৪৫ ডলার, সব মিলিয়ে বাজার মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ৯০০ কোটি ডলার। আর গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা অধিগ্রহণ করেছিলেন টেসলা বস।

মাস্ক টুইটার অধিগ্রহণের পর একের পর এক পরিবর্তন নিয়ে আসেন মাস্ক। ছাঁটাই করেন বেশির ভাগ কর্মীকে। আর সবশেষ পরিবর্তন ছিল এর নাম বদল। কিছু নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্সের বিজ্ঞাপনী আয়ও অর্ধেকের নিচে নেমে আসে।

মাস্কের পরিকল্পনা ছিল বিজ্ঞাপন থেকে সরে এসে সাবস্ক্রিপশনে গুরুত্ব দেয়া। কিন্তু এখনো পর্যন্ত এক শতাংশেরও কম ব্যবহারকারী মাসিক প্রিমিয়াম পরিষেবার জন্য সাইন আপ করেছে। বার্ষিক যার পরিমাণ ১২ কোটি ডলারের চেয়েও কম।

এক্স-কে অনলাইন ভিত্তিক ‘সব ধরনের সেবা সংশ্লিষ্ট অ্যাপ’-এ পরিণত করতে চেয়েছিলেন ইলোন মাস্ক। যেখানে কেনাকাটা ও লেনদেনের মতো ফিচার থেকে আয়ের উদ্দেশ্য ছিল তার।

এছাড়া চলতি মাসের শুরুতে অডিও ও ভিডিও কল সেবা চালু করেছে। সংবাদ পরিষেবাসহ আরো কিছু পরিকল্পনাও ছিল ঘোষণায়।

মাস্ক কর্মীদের বলেছিলেন, গুগলের ইউটিউব, মাইক্রোসফ্ট করপোরেশনের লিঙ্কডইন ও সিশনের পিআর নিউজওয়্যারের সঙ্গে ভবিষ্যতে প্রতিযোগিতা করবে এক্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com