সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী রামপুরায় সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করেন।

মহাসমাবেশে পুলিশি বাধা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গনতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে, দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com