শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন সমাপ্ত

একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশনের ৯ কার্যদিবসে মোট ২৫টি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনেই সাতটি বিল পাস করেছে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২৫তম অধিবেশন শুরু হয় গত ২২ অক্টোবর। ওইদিন চলতি সংসদের তিনজন এমপি মারা যাওয়ায় অধিবেশনের প্রথম দিন মূলতবি ঘোষণা করা হয়। তার পরদিন ২৩ অক্টোবর অধিবেশন শুরু হয় বিকাল ৪টায়। ওইদিন পাস হয় ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩’ এবং ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩।’

২৫ অক্টোবর পাস হয় ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বিল-২০২৩’ ও ‘চিড়িয়াখানা বিল-২০২৩।’ পরের দিন ২৬ অক্টোবর পাস হওয়া তিনটি বিল হলো- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০২৩’, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ এবং ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল-২০২৩।’

২৯ অক্টোবর পাস হয় তিনটি বিল। এগুলো হলো- ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল ২০২৩’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়-২০২৩’ এবং ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বিল-২০২৩।’

দুটি বিল পাস হয় ৩০ অক্টোবর। বিল দু’টি হলো- ‘বাংলাদেশ পেটেন্ট বিল-২০২৩’ ও ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩।’ ৩১ অক্টোবর পাস হয় তিনটি বিল : ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘কাস্টমস বিল-২০২৩’ ও ‘জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল।’ ১ নভেম্বর পাস হওয়া বিল তিনটি হলো- ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’, ‘ফাইন্যান্স কোম্পানি বিল-২০২৩’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ বিল-২০২৩।’

সবশেষ একাদশ সংসদের শেষ দিন বৃহস্পতিবার সর্বোচ্চ সাতটি বিল পাস হয়েছে। বিলগুলো হলো- ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’, ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা বিল-২০২৩’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩’, ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) বিল-২০২৩’, ‘আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ এবং ‘বাংলাদেশ পুলিশ (অধঃস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল-২০২৩।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com