বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে তৃণমূল বিএনপি

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য কমিশনকে আরো কাজ করতে হবে। আমরা তাদের পরিস্থিতি দেখছি যে, তারা কি পরিমাণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আমরা আগে পরিস্থিতি দেখবো। পরিস্থিতি বিবেচনা করে আমরা নির্বাচনে আসবো কি, আসবো না- সে সিদ্ধান্ত গ্রহণ করবো।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তৈমুর আলম খন্দকার আরো বলেন, ‘আমরা ২০১৪ ও ১৮-এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও জনগণকে আস্থায় আনতে পারে- এই ধরনের নির্বাচনী পরিবেশ। নির্বাচন কমিশন আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করবো।’

তিনি আরো বলেন, ‘আমরা বলেছি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। এ নির্বাচনে জনগণ যাতে আগ্রহী হয়, জনগণ যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়, জনগণের যাতে নিরাপত্তা থাকে। পাশাপাশি সকল দলের লেভেল প্লেয়িং ফিল্ড এবং সকল দলের আস্তার কথা চিন্তা করে এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’

ইসির প্রতি আস্থা রয়েছে কিনা- জানতে চাইলে তৈমুর আলম বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় দেখেছি এই নির্বাচন এসপি করে দিয়েছে। পাশাপাশি পুলিশ কিভাবে ভোট জালিয়াতি করে, ভোট কেন্দ্র দখল করেছে, লেভেল প্লেয়িং ফিল্ড যে থাকে না- তা শুধু আমি না, অন্যান্য পার্থীও বলেছে। এবার আমরা দেখতে চাই যে একই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা।’

বৈঠক তৃণমূল বিএনপির পক্ষ থেকে তৈমুর আলম খন্দকারের পাশাপাশি উপস্থিত ছিলেন দলটির সদস্য কে এ জাহাঙ্গীর মাজমাদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com