শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সময়ের সঙ্গে প্রযুক্তি খাতেও পরিবর্তন আসছে। বিভিন্ন কোম্পানি নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে ও সেগুলোকে পণ্য তৈরিতে ব্যবহার করছে। প্রযুক্তি খাতের মধ্যে স্মার্টফোন অনেক দূর এগিয়েছে। কোম্পানিগুলো নতুন উদ্ভাবনে মনোযোগী হলেও বিভিন্ন দেশের সরকার অধিবাসী তথা ব্যবহারকারীদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করছে।
গিজমোচায়নায় প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। স্মার্টফোন বাজারে অ্যাপল অন্যতম প্রভাব বিস্তারকারী কোম্পানি। উন্নত প্রযুক্তির পণ্য সরবরাহের মাধ্যমে কোম্পানিটি গ্রাহকদের অন্যতম আস্থার জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপের কারণে অ্যাপলও দোটানায় রয়েছে। প্রশ্ন এসেই যায়, বিভিন্ন দেশের সরকার কি প্রযুক্তিগত উদ্ভাবনে বাধা দিচ্ছে নাকি ব্যবহারকারীদের অধিকার রক্ষায় কাজ করছে।