শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

ব্যবহারকারীদের সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছেন আইনপ্রণেতারা

সময়ের সঙ্গে প্রযুক্তি খাতেও পরিবর্তন আসছে। বিভিন্ন কোম্পানি নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে ও সেগুলোকে পণ্য তৈরিতে ব্যবহার করছে। প্রযুক্তি খাতের মধ্যে স্মার্টফোন অনেক দূর এগিয়েছে। কোম্পানিগুলো নতুন উদ্ভাবনে মনোযোগী হলেও বিভিন্ন দেশের সরকার অধিবাসী তথা ব্যবহারকারীদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করছে।

গিজমোচায়নায় প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। স্মার্টফোন বাজারে অ্যাপল অন্যতম প্রভাব বিস্তারকারী কোম্পানি। উন্নত প্রযুক্তির পণ্য সরবরাহের মাধ্যমে কোম্পানিটি গ্রাহকদের অন্যতম আস্থার জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপের কারণে অ্যাপলও দোটানায় রয়েছে। প্রশ্ন এসেই যায়, বিভিন্ন দেশের সরকার কি প্রযুক্তিগত উদ্ভাবনে বাধা দিচ্ছে নাকি ব্যবহারকারীদের অধিকার রক্ষায় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com