সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

অ্যাংকারের নতুন পোর্টেবল প্রজেক্টর নেবুলা ক্যাপসুল ৩

সহজে বহনযোগ্য নতুন প্রজেক্টর নিয়ে এসেছে অ্যাংকার। নেবুলা ক্যাপসুল ৩ নামে এটি পাওয়া যাবে। ২০ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এটি কেনা যাবে। অ্যাংকারের প্রজেক্টরটি ২০২২ সালের ক্যাপসুল ৩ লেজার প্রজেক্টরের সর্বশেষ সংস্করণ। খবর সিএনবিসি ও গিজমোচায়না।

ক্যাপসুল ৩ প্রজেক্টরের রেজল্যুশন ১০৮০ পিক্সেল। এতে রয়েছে বিল্ট-ইন ৫২ ওয়াট চার্জিং ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ব্যাটারি। ক্যাপসুল ৩ লেজার প্রজেক্টরটি গুগল টিভি ও নেটফ্লিক্স উভয়ই সমর্থন করে। অ্যাংকার জানিয়েছে, নেটফ্লিক্স এবং গুগল টিভির সঙ্গে শিপ করা এটিই বিশ্বের প্রথম পোর্টেবল প্রজেক্টর। প্রজেক্টরটি  সর্বাধিক উজ্জ্বলতা ২০০ এএনএসআই লুমেন। এতে অটোফোকাস এবং স্বয়ংক্রিয় কীস্টোন সুবিধাও রয়েছে। ৫২ ওয়াট ব্যাটারি এক চার্জে টানা ১৫০ মিনিট পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৮ ঘণ্টা টানা মিউজিক প্লেব্যাক করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com