সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
কেয়ারটেকার সরকারের বিকল্প সমাধান খোঁজা উচিত উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত।
হাফিজ উদ্দিন বলেছেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব নয়। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করে আমার শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করে। … সুতরাং কেয়ারটেকার সরকারের ওপর জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত।