সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

দুশ পেরিয়ে তিনশর সম্ভাবনা বাংলাদেশের

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার পুনেতে নিজেদের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত প্রচেষ্টায় দুশ রান পেরিয়ে তিনশর সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৪০ ওভারশেষে ২৩৯/৪। তাওহিদ হৃদয় ৫৭ ও মুশফিকুর রহিম ১৩ রানে ব্যাট করছিলেন।

এর আগে তানজিদ হাসান তামিম (৩৪ বলে ৩৬) ও লিটন দাস (৪৫ বলে ৩৬) উদ্বোধনী জুটিতে ১১.২ ওভারে ৭৬ রান তুলে দেন। দুজনই ৩৬ রান করে আউট হয়ে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হৃদয় ৬৩ রানের জুটিতে দলের সংগ্রহ ১৭০ পর্যন্ত নিয়ে বিচ্ছিন্ন হন। শান্ত ৫৭ বলে ৪৫ রান করে রানআউটের শিকার হন।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয় দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে ৪৪ রান যোগ করেন। মাহমুদউল্লাহ রিয়াদ মারমুখী ব্যাটিংয়ে ২৮ বলে ৩২ রান করে রানআউট হয়ে যান।

আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে এসে জিতেছে অজিরা। ২০১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আজ বাংলাদেশ ম্যাচে সেমিফাইনালের প্রস্তুতি সারবে প্যাট কামিন্সের দল।

বাংলাদেশের লক্ষ্য ভিন্ন। বিশ্বকাপে সেমিতে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপ থেকে পাওয়ার সবকিছু শেষ হয়ে যায়নি এখনো। আজ জিতলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ মুহূর্তে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে টাইগাররা (নিট রানরেট -১.১৪২)। তাদের নিচে আছে শ্রীলংকা (৯ ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানরেট -১.৪১৯) ও নেদারল্যান্ডস (৮ ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানেরেট -১.৬৩৫)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে ইংল্যান্ডকে (৪ পয়েন্ট) টপকে টেবিলের সাতে উঠে যাবে বাংলাদেশ। আজ কলকাতায় দিনের আরেক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com