সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অপরদিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।