সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
দেশ জুড়ে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর আগের রাতে বরিশালে একটি বাস ও ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। অপরদিকে অবরোধের সমর্থনে নগরীতে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল।
এদিকে রবিবার সকাল ৭টায় নগরীর সিএন্ডবি রোড ঘোষ বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনসহ তার সমর্থকরা। একই সময়ে নগরীর সাগরদী এলাকায় বিক্ষোভ মিছিল করে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। পরে সকাল ৯টায় নগরীর ভাটারখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। বিক্ষোভকালে তারা অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।
এ ছাড়াও অবরোধের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লার নির্দেশনায় বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আসিফ-আল-মামুনের উদ্যোগে বরিশাল নগরীর লাকুটিয়া সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
তবে অবরোধের কারণে বরিশাল থেকে দূরপাল্লা রুটের যানবাহন চলছে সীমিত পরিসরে। আর স্থানীয় রুটে বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। অন্যদিকে নগরীর অভ্যন্তরে কিছু থ্রি হুইলার এবং অটোরিকশা চলছে। নগরীর দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রায় স্বাভাবিক রয়েছে।