শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
পূর্ব ভূমধ্যসাগরে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এর আগে দুর্ঘটনার খবর দিলেও বিস্তারিত তথ্য গোপন রাখে। আজ সোমবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
একটি রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশযানে জ্বালানি নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে। তবে এর সঙ্গে ওই ঘটনার সম্পর্ক নেই বলে গতকাল জোর দিয়ে জানায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ইউরোপীয় কমান্ড।
প্রেসিডেন্ট জো বাইডেন দুর্ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের অবদান স্মরণ করেন।
হেলিকপ্টারটি কোথা থেকে যাত্রা করেছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি সামরিক বাহিনীর দেয়া বিবৃতিতে।
ইসরায়েল-হামাস সংঘাতের পর গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, জাহাজ ও জেট বিমান সরিয়ে আনে যুক্তরাষ্ট্র। যা ওই সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রতিফলিত করে। এ যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছে দেশটি।
বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিকে মনোযোগ ওয়াশিংটনের। তাদের সংঘাতে যোগ দিতে বাধা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে ইরানের সহায়তা পাওয়া দলটি এরই মধ্যে সংঘাতে যোগ দিয়েছে।