সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের এলাকায় বিএনপির প্রথম মিছিল

বিএনপি তিন দফা অবরোধ ও একদিন হরতাল পালন করলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাটে কোনো মিছিল বা পিকেটিং হয়নি।

সকালে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন।

কর্মসূচিতে অংশ নেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মনজু, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আরাফাতের রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব আবদুল বাসেত হিরন, বিএনপি নেতা কামরান চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর নবী বাবর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যা মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন, যুগ্মআহ্বায়ক ইবরাহিম ফরহাদ,কবিরহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ রিজন,সদস্য সচিব নুরুল ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com