সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধ শুরু হওয়ার আগের রাতে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর আগে রাত সাড়ে ৮টা ২৫ মিনিটের টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।