শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আ’লীগের নেতা-কর্মীরা এলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি এলাকায় এ কর্মসূচি পালন করে বিএনপি ।
বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু । এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের আনসার মোড় সড়ক কয়েকবার প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীবুল বেপারী, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এদিকে, অবরোধ কর্মসূচীর সমর্থনে শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের পৌরসভার লোহাগাছ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম সরকারের নেতৃত্বে একটি মিছিল বের হয়েছে।
মহাসড়কে বিএনপির মিছিলে নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,” বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের সমর্থনে সারাদেশের ন্যায় আমরা শ্রীপুরের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিল ও রাস্তায় অবস্থান নিয়েছিলাম। হঠাৎ আ’লীগের নেতা-কর্মীরা আমাদেরকে লক্ষ্য করপ ইট ছুড়ে। এসময় বিএনপির কর্মীরা ওদের ধাওয়া করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা বিশৃঙ্খলা চাইনা বিধায় ঘটনাস্থল ত্যাগ করি”।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ” সকালের দিকে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আমরা প্রতিহত করি। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আ”লীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে”।
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম যায়যায়দিনকে বলেন,” মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিলো দল টহলে রয়েছে। সেখানে অবরোধ ও ধাওয়া পাল্টা ধাওয়ার কোনো খবর আমাদের কাছে আসেনি”।