বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

মধুপুরে ৪৮ হাজার মে.টনের আধুনিক রাইস সাইলোর উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে ৫.৮ একর জায়গা জুড়ে ৪৮ হাজার ৩২০ মে. টনের আধুনিক রাইস সাইলোর যাত্রা শুরু হলো। গতকাল মঙ্গলবার সকালে সারা দেশের ন্যায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পরে ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আধুনিক মধুপুর রাইস সাইলোটিও উদ্বোধন করেন। গণপ্রজাাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মধুপুর স্টিল রাইস সাইলো গণভবন হতে শুভ উদ্বোধন করবেন।

জানাযায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য মন্ত্রনালয়ের এ সাইলো নির্মাণ করে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় দুর্যোগোত্তর জরুরি প্রয়োজনে সরকারি এবং পারিবারিক পর্যায়ে কার্যকর খাদ্য মজুদ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সাইলো নির্মান করা হয়েছে।

বন্যা সাইক্লোন খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা জন্য দীর্ঘ মেয়াদি কৌশলগত মজুদ সংরক্ষণ করার উদ্দেশ্যে সরকারের খাদ্য মন্ত্রনালয় টাঙ্গাইলের মধুপুরে রাইস সাইলো নির্মাণ করছে। যার সংরক্ষণের ধারণ ক্ষমতা হবে ৪৮ হাজার ৩শ ২০ মেট্রিক টন। সাইলোর নির্মাণ কাজ ৯৭ ভাগ শেষ হয়েছে। বাকি ফিনিশিং কাজ দ্রুত এগিয়ে চলছে।

টাঙ্গাইল – ময়মনসিংহ মহাসড়কের পাশে কাকরাইদ এলাকার মনোরম পরিবেশে এ সাইলো নির্মাণ হচ্ছে। সাইলোটি পুরোপুরি শুরু হলে আধুনিক ভাবে চাল সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। চাল সহজে নষ্ট হবে না। দুর্গন্ধময় হবে না। দীর্ঘ মেয়াদি চাল সংরক্ষণ করা যাবে। প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়ক হবে।

টাঙ্গাইল – ময়মনসিংহ মহাসড়কের পাশের ৫.৮ একর খাস জমি ক্রয় করে ৪৮ হাজার মে.টনের ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে। এ সাইলোতে সীমানা প্রাচীর, মেইন গেইট, সাব গেইট, গার্ড হাউজ, ট্রাক স্কেল,আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন, ট্রাক পার্কিং,সাইলো কন্ট্রেলা রুম, বাকেট,এলিভেটর, ১৬ টি স্টীল সাইলো বিন, ব্যাগিং,কনভেয়র ও এলিভেটর স্থাপন, ইলেকট্রনিক মেকানিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রনিক ও ডিজিটাল মেশিনারি, দীর্ঘদিন চাল মজুদ করার জন্য চাইলার মেশিন, স্বাস্থ্য সম্মত উপায়ে কীট নিয়ন্ত্রণের জন্য পরিবেশ বান্ধব নাইট্রোজেন গ্যাস ব্যবহার করার জন্য নাইট্রোজেন জেনারেটর স্থাপন, ব্যাগিং ও লোডিং হাউজ, গানি ব্যাগ গোডাউনসহ বিভিন্ন স্ট্রাকচার নির্মান করা হয়।

সাইলো বিন ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতি ইউএসএ এবং ইতালি হতে আনা হয়েছে। যা টেকশই ও গুণগতমানের উৎকৃষ্ট। খাদ্য মন্ত্রনালয়ের সাইলো নির্মাণ প্যাকেজের আওতায় মধুপুরে রাইস সাইলোর ধারণ ক্ষমতা হবে ৪৮,৩২০ মে.টন। এ সাইলোতে মেইন গেট ও সাব-গেট, গার্ড হাউস, ট্রাক স্কেল, স্যামপ্লিং হাউস ও যন্ত্রপাতি স্থাপন, ল্যাবরেটরি বিল্ডিং ও টেস্টিং যন্ত্রপাতি, ওজন নিয়ন্ত্রণ ভবন। এছাড়াও থাকছে ১৬টি ট্রাক পার্কিং, ৪১৬ বর্গমিটার বাল্ক ট্রাক রিসিভিং, ১১২ বর্গমিটারের কন্ট্রোল রুম, ৫০ বর্গমিটার বাকেট এলিভেটর টাওয়ার, প্রতিটি ৩,০০০ মে.টন ধারণ ক্ষমতার ১৬টি স্টিল সাইলো বিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com