শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেন অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। কী কারণে আগুন লাগে তা জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তদন্ত শেষে জানা যাবে।

স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেল স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও যে বগিতে আগুন লেগেছে সেই অংশ ক্যামেরার আওতায় বাইরে ছিল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, ট্রিপুল নাইনে রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ২০ মিনিটের মধ্যেই ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ৪০ মিনিটে। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকামুখী হয়ে দাঁড়িয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও এতে আগুন লাগেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com