সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে একটি চিঠি লিখেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জিল বাইডেনকে লেখা চিঠিতে সারা নেতানিয়াহু জানান, ফিলিস্তিনি সংগঠন হামাস যাদের জিম্মি করেছে তাদের মধ্যে এক নারী বন্দি অবস্থাতেই সন্তানের জন্ম দিয়েছে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, জিম্মিদের মধ্যে ৩২ জন শিশু। এদের মধ্যে একটি ১০ মাস বয়সী শিশুও রয়েছে। তাকে হাঁটতে বা কথা বলতে শেখার আগেই অপহরণ করা হয়েছিল।

একজন মা হিসেবে অপহৃত শিশুদের পক্ষে কথা বলার জন্য জিল বাইডেনকে আবেদন জানাতে বলেছেন সারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com