শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মিধিলি

ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার দুপুরের পর থেকে বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে। এর প্রভাবে সারাদশের বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বন্ধ রাখা সব ধরণের নৌ-চলাচল। সমুদ্র মাছ ধরা ট্রলার ও জেলেদের আগেই ফিরিয়ে আনা হয়। এদিকে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ শুক্রবার দুপুরে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিধিলি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আজ দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৩১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আজ দুপুরে খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে এবং আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ দুপুর ১২টা থেকে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ কিছুটা বাড়ছে। এখন ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে এটি এগোচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সন্ধ্যা নাগাদ মোংলা-পায়রা উপকূল অতিক্রম শেষ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com