সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

বাবরের প্রশংসায় রিজওয়ান-আফ্রিদিরা

পাকিস্তান ক্রিকেটে তিন ফর্মেটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা বাবর আজমের প্রশংসা করেছেন সতীর্থরা। ওয়ানডে বিশ^কাপে দলের ভরাডুবির কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী অধিনায়কের প্রশংসা করেছেন মোহাম্মদ রিজওয়ান, নতুন টি২০ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ আরও অনেকে।

২০১৯ সালে সরফরাজ আহমেদের কাছ থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান বাবর। একই বছর টি২০ অধিনায়ক হন তিনি। ২০২১ সালে পাকিস্তানের টেস্টের দায়িত্ব পান বাবর।

অধিনায়ক হওয়ার পর পাকিস্তানকে ২০টি টেস্টে, ৪৩টি ওয়ানডেতে ও ৭১টি টি২০তে নেতৃত্ব দিয়েছেন বাবর। টেস্টে তার অধীনে ১০ জয়, ৬ হার ও ৪টিতে ড্র এবং ওয়ানডেতে ২৬ জয়, ১৫ পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টি২০তে বাবরের অধীনেই সবচেয়ে বেশি জয় পেয়েছে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটে বাবরের নেতৃত্বে ৪২ জয়, ২৩ হার ও ছয়টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ভারতের মাটিতে চলমান বিশ^কাপের লিগ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। বাবরের নেতৃত্বে ৯ ম্যাচ খেলে ৪টিতে জয় ও ৫টিতে হারে পাকরা। বিশ^কাপে দলের হতাশাজনক পারফরমেন্সেই অধিনায়কত্ব ছাড়েন বাবর। অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবরের প্রশংসা করে রিজওয়ান লিখেছেন, ‘অধিনায়ক, মন থেকেই অধিনায়ক আপনি। অবশ্যই পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারও। পাকিস্তানের জন্য আপনার সততা, নিষ্ঠা, ভালোবাসা, চিন্তা ও অধিনায়কত্ব প্রশংসনীয়।’

বাবরের জায়গায় পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক হয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘আপনার অসাধারণ নেতৃত্বে খেলা, টিমওয়ার্ক এবং বন্ধুত্বের সাক্ষী হওয়া সৌভাগ্যের বিষয়। আপনার নেতৃত্ব, দলগত ঐক্য ও সাফল্য প্রশংসনীয়। ব্যাট হাতে নতুন সব রেকর্ড দেখার অপেক্ষায় আছি।’

পাকিস্তান টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন ব্যাটার শান মাসুদ। বাবরের কাছ থেকে অধিনায়কত্ব শিখেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে খেলার সময় অনেক কিছুই শিখেছি। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের গুরু দায়িত্ব কতটা ধৈর্য্য নিয়ে পালন করতে হয়। আশা করছি, নতুন দায়িত্বে সেগুলো কাজে লাগবে।’

অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবরের কাছ থেকে এখন রানের বন্যা দেখতে চান পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলী। তিনি লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে গুরু দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত শেষবারের জন্য পাকিস্তানের অধিনায়কত্ব করেননি। সবকিছুই হয় শেখার জন্য ও ভালোর জন্য। এখন শুধুমাত্র অনেক রান উপভোগ করার সময়।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ক্রিকেট পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাবরের প্রশংসা করতে ভুল করেননি হাফিজ, ‘পাকিস্তানের অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন, সেটি প্রশংসনীয়।

সত্যিই দলকে জেতানোর জন্য আপনার যেমন রান ক্ষুধা ছিল, সেটি সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আরও বাড়বে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com