বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

তথ্যের নিরাপত্তায় অবকাঠামো খাতে বড় বিনিয়োগ প্রয়োজন

দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য বর্তমানে বহির্বিশ্বের বিভিন্ন কোম্পানির ডাটা সেন্টারে সংরক্ষিত হচ্ছে। দেশের তথ্যের গন্তব্য দেশেই করতে হবে। এজন্য ডাটা সেন্টার তৈরি, নিজস্ব ক্লাউড ব্যবস্থাপনা ও সাইবার খাতে দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয়করণের জন্য আগামীতে বড় বিনিয়োগ করতে হবে। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা: ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও জেননেক্সট টেকনোলজি। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত সরকারের ফোর টায়ার ডাটা সেন্টারে নতুনভাবে গঠিত মেঘনা ক্লাউড সম্পর্কে অংশীজনদের জানাতে এবং তথ্যের সুরক্ষায় সিআইআইয়ের গুরুত্ব তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘আমরা সামনের দিনে স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকারের প্রতি গুরুত্ব দিচ্ছি। স্মার্ট সরকারের জন্য পেপারলেস কাজ এবং স্মার্ট ইকোনমির জন্য ক্যাশলেস ব্যবস্থার প্রবর্তন করতে হবে। এগুলোর সব তথ্যই থাকবে ডাটা সেন্টারে। এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ডাটাও থাকবে ডাটা সেন্টারে। এ দুটো ডাটা আমরা যেখানেই রাখি না কেন, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে না পারলে এসব ডাটা আমাদের বিরুদ্ধে কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com