বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

টরন্টোয় অনুষ্ঠিত হলো বুয়েট নাইট ২০২৩

উৎসবের আমেজে সম্প্রতি সন্ধ্যায় টরন্টোর গ্র্যান্ড সিনামন ব্যান্কোয়েট হলে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী বুয়েট নাইট-২০২৩ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং বুয়েট নাইটের কনভেনর আব্দুস সালাম লায়ন এ বছরের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সহিদ উদ্দিন হিরন এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন কানাডায় বাংলাদেশের মাননীয় হাই কমিশনার ড. খলিলুর রহমান।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গুণীজন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াৎ, টরন্টোর বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার জেনারেল লুৎফর রহমান , স্কারবোরো সাউথ ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিওর প্রেসিডেন্ট রেজাউর রহমান।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যালামনাই সদস্য ও পরিবারের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের সূচনা করা হয়। সূচনা পর্বে অপূর্ব সুরের মূর্ছনায় কোরাস গেয়ে শোনান বুয়েট অ্যালামনাই পরিবারের সদস্যরা ।

তারপর সীমা বড়ুয়ার নেতৃত্বে তার দল মনমাতানো লোকজ নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে নজরুলের কবিতা সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি করে শুনিয়েছেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ড. আলী তারিক। শিল্পীরা রবীন্দ্রসংগীত থেকে শুরু করে লালনগীতি, পুরোনো দিনের গান থেকে আধুনিক, নানা ঢংয়ের সব গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিপুল প্রশংসা অর্জন করেন। গ্রান্ড সিনামন ব্যান্কোয়েট হলের বুফে খাবার দিয়ে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com