বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জামালপুরের জেলার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্ত:নগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার(১৮ নভেম্বর২৩)ইং দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি তারা। ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এব্যপারে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, ঢাকা থেকে দেরি করে যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ীতে প্রবেশ করে। স্টেশনে যাত্রী নামার পরপর ট্রেনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় ট্রেনে যাত্রী কম ছিল। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com