বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

৫০০ আসন থাকলে ৫০০ তেই প্রার্থী দিতাম: তৈমুর আলম

দেশে যদি ৫০০ আসন থাকতো তাহলে ৫০০ আসনেই প্রার্থী দিতেন বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। আজ শনিবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ইতোমধ্যে প্রথম দিনেই ফরম কিনেছেন ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে আরও অনেকেই ফরম কেনার জন্য যোগাযোগ করছে। ৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি।

তিনি বলেন, তৃণমূল বিএনপি থেকে এমন অনেকেই মনোনয়ন নেবে, যা সবাইকে চমকে দেবে। একটু অপেক্ষা করেন। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে তৃণমূল বিএনপি এবার চমক দেখাবে।

তিনি বলেন, সংসদের দখল তাদের হাতে যারা দেশের সম্পদ লুটে খাচ্ছে, অর্থ পাচার করে বিদেশে টাকা পাঠাচ্ছে, আমরা সংসদে গেলে মানুষের পক্ষে এবং সব অনিয়মের বিপক্ষে কথা বলব প্রতিবাদ করব।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তৈমুর আলম খন্দকারের লেখা ‘স্বাধীনতা তোমাকে খুঁজছি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, যা চলবে আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com