সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচন। ইতিমধ্যে আওয়ামী লীগ দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। যারমধ্যে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করে অপু বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন ফেরদৌস ও মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও সরব রয়েছেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় দেখা যায় তাদের। এবার তাদের কাতারে ভিড়লেন অপু বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com