রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের পর তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। তবে রান তাড়া করতে নেমে সেই তালিকায় প্রথম অজি ব্যাটার তিনি। ট্রাভিস হেডের ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরিই অজিদের এনে দিয়েছে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ। ম্যাচসেরা হয়ে আপ্লুত হেড প্রকাশ করেছেন তার অভিব্যাক্তি।
এমন একটি দিনের জন্যই আমি পরিশ্রম করেছি আর এমন মাঠভর্তি দর্শকের সামনে এটি করে দেখাতে পেরে দারুণ খুশি। আর হ্যাঁ, ফাইনালে ম্যাচসেরা হওয়ার তালিকায় অবশ্যই তৃতীয়তে আমি তবে অবদান রাখতে পেরে ভীষণ খুশি।’