বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমা কার্যক্রমের তৃতীয় দিনে বিক্রি হয়েছে ৭৩৩টি মনোনয়ন ফরম। বরারবরের মতো সোমবারেও দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ নিয়ে তিন দিনে মোট ৩ হাজার ১৯টি ফরম বিক্রি করেছে দলটি। এদিকে শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই কার্যক্রম শেষ হচ্ছে আজ।
প্রতিদিনের মতো সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উৎসবের আমেজে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন বিক্রি ও জমা প্রদান কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত।
এ দিন সকালেই কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম নিতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বেলা পৌনে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম নেন অধ্যাপক আনোয়ার। নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা উপজেলা) জন্য ফরম সংগ্রহ করেন অধ্যাপক আনোয়ার। ওই আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আনোয়ার হোসেনের ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল। আনোয়ার হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য। তারা প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।
এদিকে সুনামগঞ্জ-৪ আসন থেকে নৌকার প্রার্থী হতে ফরম কিনেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এ আসনটি বিশ্বম্ভরপুর উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিছবাহ। মোহাম্মদ সাদিকের পক্ষে একজন প্রতিনিধি সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে এ দিন দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।
এছাড়াও বিভিন্ন আসনের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন সারা থেকে আসা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এর আগে দুই দিনে মোট দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকা আয় হয়েছে দলটির।
সোমবার মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষে সাংবাদিকদের জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। আর তিন দিনে মোট ৩ হাজার ১৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ শেষ দিন মঙ্গল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম