রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

চলতি বছরে ৮৮০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

ইসরায়েলি বিভিন্ন বাহিনীর হাতে গত চলতি বছরে অন্তত ৮৮০ ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু।

জরিপকৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রিজনার্স সোসাইটি।

সেখানে বলা হয়, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করেই আটক হয়েছে ২৬ শিশু। বিনা বিচারে পুলিশের হেফাজতে রয়েছে আরো ২০০ শিশু।

সংস্থাটির তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৪৫ শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বেসামরিক নিরীহ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৫ দিনে অন্তত ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে ৯ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া ৩০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com