সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জেলার মধ্যে সর্বোচ্চ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছেন ২০জন নতুন-পুরাতন মুখ। নৌকার মনোনয়ন পেতে ইতিমধ্যে যে যার মত দৌড়ঝাঁপ আর তদবির চালিয়ে যাচ্ছেন।
এ আসনে মনোনয়ন চাওয়া এসব প্রার্থীরা হলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদাত আনোয়ার সাদী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সিডিএ বোর্ড মেম্বার এম এ আজিম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহজাহান, সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা নিউইয়র্ক বাফেলো আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন, বেলাল মোহাম্মদ নুরী , ছৈয়দ রাজিয়া মোস্তফা, মো. হারুণ, মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী তৌহিদ মো. ফয়সাল কামাল, সরোয়ার উদ্দিন চৌধুরী, কাজী মো. তানজীবুল আলম, খোরশেদ আহমেদ জুয়েল ও সাবরিনা চৌধুরী।