শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তাদের বিশ্রামের সুযোগ নেই। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে তারা। এই সিরিজকে লক্ষ্য করে বাংলাদেশ জাতীয় দলের পুরনো পদে ফিরছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পুনরায় বিসিবি দারস্থ হলো সাবেক এ ক্রিকেটারের। আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। পুনরায় টিম ম্যানেজারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস ইকবাল নিজেই। নাফিস ইকবালের জায়গায় ভারত বিশ্বকাপে রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করে।
বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। বিশ্বকাপের আগে পদ হারানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নাফিস ইকবাল। সেখানে তিনি লেখেন, নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি।