শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ বিরতির পর আরও তীব্র হয়েছে। ইসরায়েলি বিমানহামলায় মাত্র ২৪ ঘণ্টায় সেখানে ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বৈশ্বিক মুখপাত্র জেমস এলডার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। আলজাজিরাকে তিনি বলেন, ‘গাজায় যেদিকেই তাকাবেন দেখবেন হতাহত শিশুদের মুখ। কেউ ভয়াবহভাবে পুড়ে গেছে, কারও শরীর বোমায় ক্ষতবিক্ষত আবার কারও হাত-পা বুকের হাড় ভেঙেছে। মায়েরা হাহাকার করছেন, পুরো এলাকা যেন মৃত্যুপুরী।‘
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির আশাও আপাতত নেই। কারণ যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে যাওয়া ইসরায়েলি প্রতিনিধিদলকেও গত শনিবার কাতারের দোহা থেকে দেশে ফেরত যেতে বলা হয়।
টানা ৪৭ দিনের সংঘাতের পর গাজায় গত ২৪ নভেম্বর কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি দেওয়া হয়। এরপর যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়িয়ে সাতদিন করা হয়। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র শুক্রবার সকাল থেকে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল।