সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

গ্লোবাল ব্র্যান্ডের মাধ্যমে দেশে লেনোভোর ১৩টি ল্যাপটপ

দেশের বাজারে লেনোভোর ১৩টি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। পাঁচটি আলাদা সিরিজের ডিভাইসগুলোতে ইন্টেলের ১৩তম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়।

সিরিজগুলো হলো আইডিয়াপ্যাড স্লিম ৫আই/প্রো ৫আই, আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই, এলওকিউ গেমিং, লিজিয়ন গেমিং ও ইয়োগা (ইয়োগা ৬আই, ইয়োগা প্রো ৭আই, ইয়োগা ৯আই)।

আইডিয়াপ্যাড স্লিম ৫আই সহজে বহনযোগ্য ও আকর্ষণীয়। শিক্ষার্থী ও পেশাদারদের জন্য এ সিরিজের ল্যাপটপ ব্যবহার আরামদায়ক হবে। দুটি ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে। দাম ১ লাখ ৪০ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে।

আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আইয়ের ল্যাপটপগুলো টাচ এবং ৩৬০ ডিগ্রি রোটেবল ডিসপ্লে যুক্ত। আর্কিটেক্ট, ডিজাইনার, ফ্যাশন ডিজাইন প্রফেশনালদের জন্য এটি পছন্দনীয় একটি ল্যাপটপ সিরিজ। দাম ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত।

এলওকিউ গেমিং, লিজিয়ন গেমিং সিরিজের ল্যাপটপগুলো গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে। ল্যাপটপগুলোর দাম ১ লাখ ৪৮ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ইয়োগা সিরিজের ল্যাপটপগুলো আল্ট্রাথিন ও ওজনে হালকা। শক্তিশালী গঠনের ডিভাইসগুলোর দাম ১ লাখ ৬৫ হাজার থেকে ২ লাখ ৬৮ হাজার টাকার মধ্যে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com