সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
দেশের বাজারে লেনোভোর ১৩টি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। পাঁচটি আলাদা সিরিজের ডিভাইসগুলোতে ইন্টেলের ১৩তম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়।
সিরিজগুলো হলো আইডিয়াপ্যাড স্লিম ৫আই/প্রো ৫আই, আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আই, এলওকিউ গেমিং, লিজিয়ন গেমিং ও ইয়োগা (ইয়োগা ৬আই, ইয়োগা প্রো ৭আই, ইয়োগা ৯আই)।
আইডিয়াপ্যাড স্লিম ৫আই সহজে বহনযোগ্য ও আকর্ষণীয়। শিক্ষার্থী ও পেশাদারদের জন্য এ সিরিজের ল্যাপটপ ব্যবহার আরামদায়ক হবে। দুটি ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে। দাম ১ লাখ ৪০ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে।
আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫আইয়ের ল্যাপটপগুলো টাচ এবং ৩৬০ ডিগ্রি রোটেবল ডিসপ্লে যুক্ত। আর্কিটেক্ট, ডিজাইনার, ফ্যাশন ডিজাইন প্রফেশনালদের জন্য এটি পছন্দনীয় একটি ল্যাপটপ সিরিজ। দাম ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত।
এলওকিউ গেমিং, লিজিয়ন গেমিং সিরিজের ল্যাপটপগুলো গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে। ল্যাপটপগুলোর দাম ১ লাখ ৪৮ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ইয়োগা সিরিজের ল্যাপটপগুলো আল্ট্রাথিন ও ওজনে হালকা। শক্তিশালী গঠনের ডিভাইসগুলোর দাম ১ লাখ ৬৫ হাজার থেকে ২ লাখ ৬৮ হাজার টাকার মধ্যে। বিজ্ঞপ্তি