সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ বলিউড দর্শকদের মন জিতে নিয়েছে। মাত্র তিনদিনেই বিশ্বজোড়া আয় করেছে ৩৬০ কোটি রুপি। বক্স অফিস সাফল্য সত্ত্বেও উগ্র পৌরুষত্ব, নারীবিদ্বেষ ও নির্বিচার সহিংসতার জন্য সিনেমাটি সমালোচিত হচ্ছে।
এমন ঘটনা প্রবাহে ‘সিনেমায় সহিংসতা ও যৌনতা’ প্রসঙ্গে আমির খানের পুরোনো মন্তব্য ভাইরাল হয়েছে। মূলত সন্দীপ রেড্ডিকে কটাক্ষ করতেই অনেক ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাগাভাগি করছেন।
সেখানে আমির খানকে বলতে শোনা যায়, ‘এমন কিছু আবেগ আছে, যার মাধ্যমে দর্শককে খুব সহজে উত্তেজিত করা যায়। যার একটি সহিংসতা, অন্যটি যৌনতা। যে সব পরিচালক আদপে মেধার ধার ধারেন না, তারা যেকোনো পরিস্থিতি নিয়ে তার মধ্যে সহিংসতা ও যৌনতা ঢুকিয়ে দর্শককে মাতিয়ে রাখতে চান। কারণ তাদের মধ্যে গল্প বলার প্রতিভা নেই। তাদের মনে হয়, সহিংসতা ও যৌনতা দেখালেই ছবি সফল। আমি মনে করি, এটা আদপে ভুল ধারণা। হতে পারে, তারা কিছু সময়ের জন্য সাফল্য পাচ্ছেন, তবে তাতে শেষে সমাজেরই ক্ষতি হয়।’
আমিরের ঝুলিতে রয়েছে বলিউডের রেকর্ডধারী কিছু সিনেমা। যা শুধু বিনোদনেরই খোরাক হয়নি, সঙ্গে রয়েছে শিক্ষামূলক বার্তা।
এ অভিনেতা আরো বলেন, ‘আমরা যারা সিনেমার সঙ্গে যুক্ত, তাদের একটা নৈতিক দায়িত্ব আছে। যে দর্শক দেখছেন, বিশেষত কমবয়সীরা, এমন ছবি তাদের মনের ওপর খুব একটা ভালো প্রভাব ফেলে না। আমাদের এটা সব সময় মাথায় রাখা উচিত যে আমরা যেন এমন কোনো কিছু না দেখাই, যাতে একটা গোটা প্রজন্ম ভুল পথে চালিত হয়।’
গত বছর ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর ক্যামেরার সামনে আর দাঁড়াননি আমির খান। সম্প্রতি জানা গেছে অদ্ভুত এক তথ্য। টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবিটি ব্যর্থ হলেও গোটা টিমের জন্য পার্টির আয়োজন করেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।
সাধারণত ছবির সাফল্যে ঘটা করে পার্টি দেয়ার চল রয়েছে বলিউডে। কিন্তু ছবির ব্যর্থতায় উদ্যাপন সচরাচর হয় না। সেখানেই ছক ভাঙলেন আমির। ছবির ব্যর্থতার পর আনন্দ করতে নয় বরং ক্ষমা চাইতেই পার্টির আয়োজন করেন। সম্প্রতি ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা জানান সেই পার্টির কথা। সেখানে কারিনা কাপুর খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পার্টিতে আমির খান বলেন, ‘দুঃখিত ছবিটি কাজ করেনি, তবে আমাদের পার্টি করা উচিত।’
অভিনয় নিয়ে মুখ না খুললেও সম্প্রতি একাধিক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন আমির খান। এ ছাড়া শিগগিরই বলিউডে অভিনেতা হিসেবে পা রাখছেন তার ছেলে জুনায়েদ খান।