সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

বরফে জমে যাচ্ছে সাইবেরিয়া, তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রি

মৌসুম পুরোপুরি আসতে না আসতেই ঠাণ্ডায় কাঁপছে গোটা রাশিয়া। বিশ্বের সর্ববৃহৎ এই দেশটির অধিকাংশ স্থানের তাপমাত্রা এখন মাইনাস ডিগ্রির নিচে নেমে গেছে। ঠাণ্ডায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শিকার হয়েছে সাইবেরিয়াবাসী। বিশাল আয়তনের এই অঞ্চলটির বিভিন্ন শহর ও গ্রামে গত কয়েক দিন ধরে তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রির আশপাশে ওঠানামা করছে। তবে সাইবেরিয়ার ইয়কুৎস শহরের তাপমাত্রা স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস। খবর রয়টার্স।

রাজধানী মস্কো থেকে ৫ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়াকুৎস অঞ্চলটি। বিশ্বের শীতলতম শহরগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিবছরের শেষের দিকে বিশ্বের নানা স্থান থেকে শীত উপভোগ করতে এখানে জড়ো হয় অনেক মানুষ। মস্কো থেকে আসা ডানিলা তেমনই একজন পর্যটক। রয়টার্সকে তিনি বলেন, আমি মূলত ইয়াকুৎসে এসেছি এখানকার শীত দেখার জন্য এবং আমি সৌভাগ্যবান— যে কারণে এসেছিলাম, তা সার্থক হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com