সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় সেনাবাহিনীর ড্রোন হামলায় ৮৫ নাগরিকের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৮৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু মঙ্গলবার (৫ ডিমসেম্বর) এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী স্বীকার করেছে, রবিবার তুদুন বিরি গ্রামে তাদের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। যদিও তারা হতাহতের কোনো পরিসংখ্যান দেয়নি।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৮৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এক বিবৃতিতে বলেছে, নর্থওয়েস্ট জোনাল অফিস স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়েছে যে এখন পর্যন্ত ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৬৬ জনের চিকিৎসা চলছে।

নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী প্রায়ই দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলে কথিত মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে বিমান হামলার ওপর নির্ভর করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com